From: তোমার "চিরসখা" To : My Dream Girl🌙 নীলাঞ্জনা❤️ @Tasfia Arin @_weirdshestayshere_ প্রিয় নিলাঞ্জনা, "প্রথম দেখাতেই আমি প্রেমে পরেছি তোমার, দুই চোখে আন্ধার দেখি ঘুম আসে না আমার" 😫 - গানটা তোমার জন্যই বানানো..❤️ আপনি আমাকে চিনেন নাহ্। কিন্তু আপনাকে আমি চিনি সেই ক্লাস 10 থেকে। ২০২৪ এর ফেব্রুয়ারি মাসে তালতলায় প্রথম দেখছিলাম আপনাকে।আপনি আমার দিকে একবার তাকিয়েছিলেন, ঐ চাহুনিতেই মনটা নিয়ে নিলেন💘 তারপর আপনার ব্যাপারে খোঁজ নেই জানতে পারি যে পাত্তা পাবো নাহ্ আপনার কাছে🙃 তারপরেও SK'র সামনে যাইতাম আপনাকে দেখার জন্য🙂 সত্যি কথা বলতে আপনার সবকিছুই আমার ভালোলাগে,বিশেষ করে আপনার চোখ দুইটা🙌❤️ আর হাঁটার স্টাইলটা❤️ আর আপনার সেই প্রথম দিনের দেখা হাসি এখনো চোখে চোখে ভাসে🌙❤️ সাময়িক সময়ের মোহ ভেবে নিজেকে সান্ত্বনা দিয়েছলাম কিন্তু আমি আপনাকে ভুলতেই পারছি না। দেবেন্দ্র কলেজ এর ঐদিকে প্রতিদিনই দেখি আপনাকে। আপনি ফ্রেন্ডদের সাথে হাঁটতে হাঁটতে যান। আপনার আশপাশ দিয়েই থাকি আমি😅 আপনার চাহুনি, কথাবলা, আইসক্রিম-চটপটি- ফুচকা খাওয়া এই সবকিছুরই প্রেমে পরে গ...