মানিকগঞ্জে ছাত্রদলের নেতা বিরুদ্ধে মটর সাইকেল ছিনতাই এর অভিযোগ মানিকগঞ্জ সদর উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী, মানিকগঞ্জ জেলা ছাত্রদলের সভাপতি বেশাল নেতা খালেক শুভর গাড়ির ডাইভার, আকাশের বিরুদ্ধে ক্ষমতা দেখিয়ে জোরপূর্বক এক লোকের মোটরসাইকেল রেখে দেয়ার অভিযোগ করেন মানিকগঞ্জ জেলা ডিবির কাছে, গত কল রাতে ডিবি ছাত্রদলের নেতা আকাশ কে গ্রফতার করে। আকাশের অনুসারীরা ফেসবুকে পোস্ট করে তার প্রতিবাদ করেন বলেন মিথ্যা হয়রানি করার জন্য তার নেতাকে গ্রেফতার করা হয়েছে। নেতা মটর সাইকেল জোর করে রাখেননি। জানা যায় একাটা জামেলয় আকাশ আলগা মাতব্বারি করতে গেলে সেই লোক আকাশের কথা না শুনাতে, সেই লোকের মটর সাইকেল আকার জোরপূর্বক রেখে দেয়। পরে সেই লোক বাধ্য হয়ে ডিবির কাছে আকাশের নামে অভিযোগ করে, গত কাল রাতে আকাশকে গ্রেফতার করে মানিকগঞ্জ জেলা ডিবি। তার নেতা কর্মীরা মুক্তি দাবিতে সামাজিক যোগাযোগ মাধ্যমে আকাশের মুক্তি দাবিতে পোষ্ট করে এবং প্রতিবাদ জানায়। মানিকগঞ্জের জেলা ডিবি সূত্রে জানা যায় মানিকগঞ্জ জেলা ছাত্রদলের নেতা খালেক শুভ মাফ চেয়ে, দায়িত্ব নিয়ে বলেন তাকে মুক্ত করে দিতে, এই বিষয় তিনি সব ঠিক করে দিবেন। পরে রাতে আকাশ কে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেন ডিবি। স্থানীয়রা এলাকাবাসি বলেন খালেক শুভ ও আফরোজ খান রিতার নাম ভাঙ্গিয়ে ছাত্রদলের অনেক নেতা তৈরি হচ্ছে।

Comments